Site icon আলাপী মন

কবিতা- প্রণাম না পর নাম

প্রণাম না পর নাম
-প্রদীপ শর্ম্মা সরকার

 

 

ঘনশ্যাম ডাকে যে কি সুখ!
উদ্গত নাছোড় ভক্তি, না কি বৃন্তহীন প্রেম!
অরণ্যের নিঝুম অশ্বত্থ বেদীতে
স্বচ্ছ বিশ্বাসের দিকশূন্য নিরাবয়ব আকুতি–
সে কি নীল লোহিত প্রেম?
না কি দোতারার অশিক্ষিত আক্ষেপ!

পাখির জীবনেও এমন ঘনঘোর সন্ধ্যা আসে,
যেদিন পক্ষাঘাতে পাথর ডানা মেলে
উড়তে হয় ঘরমুখো।
উদ্দাম বাতাস,ভারি নিতম্বের গজগমণ,
চোখারোখা নিলাজ উদ্ধত কুচশৃঙ্গ,
বিষণ্ন দামিনীর হতাশ গর্জন,
ইচ্ছেনদীর অস্বচ্ছ প্রেম উদক–
শুধু অন্ধকার দিগন্তের মোহময় হাতছানি।

প্লাবন আসে উন্মাদের সোহাগজলে,
তবু, মাধ্যাকর্ষণ জয়ী হয় যথারীতি।
কবি দেখেন “নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর”,আর,
পাখি দেখে অবিশ্বাসী কৃষ্ণমেঘের চাদর।

Exit mobile version