এক বৃন্ত
-সুবিনয় হালদার
এবার তবে জাগবি কবে
আর ঘুমাসনা ভাই
চোখ মেলে ওঠ শক্ত পায়ে
শির উঁচিয়ে বুক চিতিয়ে ,
দুষ্টু দানব মানব ঘাতক
অন্ধকারের বার্তা বাহক !
হিংস্র লোলুপ রক্ত মুখ
লোহার খাঁচায় বন্ধ হোক ।
সুস্থ জীবন মেলবন্ধন
মহাকালের মহামিলন ,
শান্তি বেসে ভ্রান্তি ছড়াস
এমনতর দুঃসাহস !
সবাই যখন উঠবে জেগে
তখন বুঝবি মীরজাফর ।
গঙ্গা সিন্ধু ব্রহ্ম-পুত্র
সত্য আর্য গঙ্গা-পুত্র
এক নদী ভিন্ন শাখা
এক সাথে বাঁচতে শেখা ,
তরী ভরে অনেক বোঝা
ফেলে-দে সব নষ্ট পচা ;
হাল্কা হবে লাগবে হাওয়া
সুস্থ প্রাণে মেলবো পাখা ,
সহনশীল আর নম্রতা ।
খোলা মনে দরজা খুলে
নিজের মধ্যে খুঁজে দেখ ,
একটা মাটি দেখতে পাবি
ছড়িয়ে আছে একই মাঠ ;
তাতে সবাই আছি বেঁচে
ওতেই হবো অস্তাচল ,
এক বৃন্তে দুইটি ফুল
এই মর্ত্যে আবার ফোট ।