কবিতা

কবিতা- অনুভবে তুমি অনুরাগে তুমি

অনুভবে তুমি অনুরাগে তুমি
-সমীর হালদার

অনুভূতিগুলো যেভাবেই হোক একদিন ঠিক
ছুঁয়ে যাবে তোমাকে।
বৃষ্টি ভেজা কোন শ্রাবনী বাতাসের মতো।
সেদিনও হয়তো এমনি করেই বৃষ্টি নামবে
অনন্ত আকাশের বুক চিরে।
এখন তো আগুনের সাথে সহবাস,
তাই বুঝে গেছি ভেজা বারুদের গন্ধ।
জেনে গেছি, ঠিক কতটা পথ হেঁটে গেলে
একা একা ফিরে আসা যায়।
এমন একটা কবিতা লিখে যাব আজ
যার অলংকরণে স্মৃতির সাগর থেকে তুলে আনা
মুক্তো দিয়ে সাজানো থাকবে শুধু তোমার প্রতিচ্ছবি,
যার প্রতিটা বর্নে মিশে থাকবে শুকিয়ে যাওয়া গোলাপের গন্ধ
আর ভেঙ্গে যাওয়া ঢেউয়ের শব্দ,
যার প্রতিটা শব্দে সাজানো থাকবে
ফেলে আসা কিছু বিকেলের অভিমান
আর অব্যক্ত আবেগের কোলাজ,
প্রতিটা ছত্রে আঁকা থাকবে
কংসাবতীর ধূসর বালুচরে গড়ে ওঠা লালমাটির অসমাপ্ত রূপকথা।
আমার কলম হয়তো সেদিন ভাষাহীন হবে,
কল্পনায় থাকবে না তুমি।
তবুও তোমার হৃদয় ছুঁয়ে যাবে আমার কবিতা।
আমার অনুভূতিগুলো সেইদিন ঠিক
ভিজিয়ে দেবে তোমাকে
শ্রাবণের ধারার মত।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>