কবিতা- সুখের জলছবি

সুখের জলছবি

-সুনির্মল বসু

 

 

 

বুকের মধ্যে কত কান্না গোপন রেখে,

আপনি সুখের কাহানি কিসমত কী শোনান,

সুখের জলছবি কী শুধু ছবিতে, সুখের জলছবি কী শুধু মুখের ভাষায়,

এই সুখের পরমায়ু কতদিন,হে কৌশলী কর্মবীর,

এত লালসা থেকে যা পেলেন, কান্না ছিল তারো বেশি,
অনেককে কাঁদিয়ে এপথে আপনি এসেছেন,

তাই অতীত আপনাকে চোখ রাঙায়,
পূর্বসূরীদের বঞ্চিত করেছেন আপনি,

আপনার ছায়া তাই আজ আপনাকে কাঁদায়,

আপনার বসানো বিষবৃক্ষ,এত পাওয়ার মধ‍্যে শূন্যতা এনে দেয়,

যা করায়ত্ত হোল,সব নিয়ে যাবেন বুঝি, অথচ কী দৌড়,কী দৌড়, বুঝি না, প্রতিপক্ষটি কে,

এত দৌড়ে কী পেলেন,হে কৌশলী।
সুখের তালিমারা ছবির গালগপ্পোটা, আপনাকে আজ কেবলই ঠাট্টা করে যাচ্ছে যে,
রাস্তার পাশে দাঁড়িয়ে এক ম‍্যাজিক ওয়ালা চীৎকার করে বলছে,

বাচচে লোগ, বাজাও তালিয়া।।

Loading

Leave A Comment