স্মৃতির অবগাহন
-সীমা চক্রবর্তী
যখন তুমি থাকো না, তখনও আমি একলা নই
তোমার অপেক্ষায় নিজেকে ব্যস্ত রাখি অক্ষয় স্মৃতিচারণে,
নিরন্তর তোমাকেই দেখি আমার প্রতিবিম্বের সোপানে,
তোমার রেওয়াজি সুরে শিরা-উপশিরায় চঞ্চল রক্তস্রোত
আমাকে ঘুমাতে দেয় না
না জানি কত জন্ম এভাবেই জেগে আছি
তোমার বিরহী বাসরে,
ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত জন্ম নেয় বিকেলের অবসরে…
তাই আমার অশান্ত মন আজ ভীষণ শান্ত,
একটা নিবিড় বিহ্বলতা… একটা নিগুঢ় প্রেম
ক্রমশ পঙ্গুত্ব বয়ে আনছে…. হৃদয়ের প্রতি কোষ আক্রান্ত,
আক্রান্ত আমার অপেক্ষার মুহূর্তগুলো
সবই তো তোমার কাছে ধার করা,
আমার আক্ষেপ…. আমার ভালোলাগা, সব…
চতুর্দিকে শুধুই স্মৃতির ধুলো
সব জড়ো করে পালন হয় নীরব উৎসব।
বড় ভালো লাগে এই অবগাহনের গোপন কলরব
এই অপেক্ষা হোক চির অক্ষয় …..