Site icon আলাপী মন

কবিতা- অভিমানী

অভিমানী
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

শরীরটা বেঁচে আছে, তবু বলো
মন কেন মরে যায়?
অভিমানী কথাগুলো সব,
দু’টি ঠোঁটে নীরবতা পায়?

বাঁচবে কি করে বলো মন…
প্রিয়জন,ভালোবাসা ছাড়া?
আলোগুলো কেঁপে নিভে যায়।
মন খালি পথ ভুলে গিয়ে,
প্রিয়জন,ভালোবাসা হারায়।

মুহূর্তরা আসছে ফুরিয়ে,
হারিয়েছে কত মন।
জীবন থেকে জীবনকে কেড়ে,
খুঁজে চলি আপনজন।

হাজার প্রতিশ্রুতির মাঝে…
আজও হাতে হাত রেখে চলা।
আজও স্বপ্নগুলো রোদ মাখে,
মনে মেঘ – বৃষ্টির খেলা।।

Exit mobile version