কবিতা

কবিতা- আক্ষেপ আমারও তো হয়

আক্ষেপ আমারও তো হয়
 -রাণা চ্যাটার্জী

 

 

আক্ষেপ কখনো আমারও তো হয়,
            এই বুঝি অতর্কিতে গ্রাস করে ভয়!
মনের মাটি আলগা হলে অবশ্যম্ভাবী ক্ষয়,
              এটাই নিয়ম, অস্বাভাবিক কিছু নয়,
ভ্রুকুটি ছুঁড়লে কেউ, সমালোচনার ঢেউ,
    উজ্জ্বল মুখ ডুব আঁধারে, পিছু হটে  জয়!
         এমন হলে আক্ষেপ প্রায়শই দেখি হয়।

দিনে দিনে যদি বেড়ে চলে দেনা,
   হতাশার কম্পনঝড়, পূর্বাভাস আনাগোনা!
এই আনমনা মন তোলে আলোড়ন,
         হৃদয় অলিন্দে অশনি সংকেত শিহরণ!
সত্যিকারের নির্ভেজাল মানুষজন পাশে,
            না ডাকলেও যদি অবলীলায় অনায়াসে,
গুনে দেখো সঠিক শুভাকাঙ্ক্ষী কয় জনা!?

মুখোশ পরে মানুষ থাকলোই পাশে যদি,
 খাল বিলেরও দেখি নাম হয় কখনো নদী,
সত্যিকারের নদীর মতো তবু স্রোত থাকে না,
  এমনভাবে মিথ্যা বহন  সম্পর্কেরই অবক্ষয়!

আচমকা সব বুঝে তুমি মুখ ঢাকলে পরে,
    উদাস, উচাটন বিহ্বল মন কেমন করে!
আসল সত্যিটা  যদি অচিরে প্রতিষ্ঠা পেলই

মিথ্যা আশ্রয় নেওয়ার আদৌ প্রয়োজন থাকে না!

আক্ষেপ তাই আজও ধাওয়া করে যায় পিছে,
 জীবন বড়োই জটিল এ সত্য, নয়কো মিছে।
এভাবেই রচিত হয় ইতিহাসটুকু জেনো,
          অবক্ষয়ে আক্ষেপের শিকড় অম্লানও।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page