
কবিতা- একলা
একলা
-মানিক দাক্ষিত
একলা থাকার ভীষণ মজা
নাইকো কোনো যন্ত্রণা,
ভিড় করে সব আসে মনে
সৃষ্টি সুখের কল্পনা।
সুখের সময় সবাই পাশে
এখন দেখি কাউকে না,
পদে পদে বিয়োগ ব্যথায়
শুধুই দেখি বঞ্চনা।
একাকী মন শক্ত ভীষণ
নয়কো মোটেই আনমনা,
নিজের সঙ্গ পেয়ে নিজেই
আহ্লাদে সে আটখানা।
জানি আমি নইকো একা
আছে বিবেক চেতনা,
আছেন সাথে স্বয়ং উনি
বুদ্ধিমত্তার জ্যোৎস্না।


One Comment
Anonymous
আন্তরিক ধন্যবাদ প্রিয় সাহিত্য পরিবার আলাপী মনকে।
অশেষ শুভেচ্ছা ও শুভ কামনা।