আরও একবার
– পায়েল সাহু
আরও একটা দিনযাপন, নিখুঁত ব্যস্ততায় সাজানো,
আরও একবার ইচ্ছেগুলোর অপমৃত্যু
নকশা কাটা দেওয়ালের পাঁজরে।
আরো একবার বাঁচতে চেয়েও
তলিয়ে যাওয়া সংসারের যাঁতাকলে,
আরও একবার সূর্য ওঠা দেখেও
দীর্ঘশ্বাস প্রসব অন্তরের অন্তস্থলে।
আরও একবার সহবাস দীর্ঘশ্বাসের বন্দরে
আরও একটা কাটা দাগ অপেক্ষার অন্দরে,
নেশাতুর আবেশে ভুলতে চাওয়া জীবন্মৃতের সংজ্ঞা;
বাঁচতে চাওয়ার দুর্লভ আশায় ধীর স্থিতধী প্রজ্ঞা
জানান দেয় নিভে যাওয়ার আগে জ্বলে ওঠার অসীম আবেগ,
নিঃসীম শূন্য জড়িয়ে ধরা প্রাণবায়ু তবু দেয়
সহস্র ক্ষত নিরাময়ের আশ্বাস,
আরও একবার দৃশ্যত হয় খাদের কিনারায় দাঁড়ানো মনের উষ্ণ প্রস্রবনের তুমুল উচ্ছ্বাস।
চমৎকার সৃজন
অনেক ধন্যবাদ