পিয়াসী মন
-সুমিতা পয়ড়্যা
ঝরা পাতা গো আজ আমি তোমার দলে—
দক্ষিণ সমীরণে সঙ্গীত বেজেছে তালে তালে,
উদাস এ মন ঘোরে চঞ্চল বাতাসে
ফাগুনের হাওয়া বয় রঙে- রঙে, ঘাসে ঘাসে।
অনেক হাসি মুখরিত আজ, কুঞ্জ কাননে দোলে
ব্যাকুল হৃদয়খানি আজও ভাসে অতীতের অশ্রুজলে।
শিমুল,পলাশের রঙে রঙে সেজেছে ফাগুন
প্রকৃতি অশোক, মাধবী, কাঞ্চন, রঙ্গনের রঙে আগুন;
এক ফাগুনের মনের কথা বলব বলে….
খুঁজি তারে, কাঁদায় বলে, নতুন কালের ফুলে।
চোখের মিলন মেলায় খেলেছিল কোনদিন,
মিলব আবার তার সাথে আজ বাজিয়ে বীণ।
এক বসন্ত যায়,অন্য বসন্ত আসে….
কোন সুদূরের অতীত খালি স্মৃতি সাগরে ভাসে।
বিরহ ব্যথা লুকানো ক্রন্দন আভাসে
হৃদয় পুলকিত আজ উৎসুক সুখ ভাষে।
ব্যাকুল চিত্তে লাগুক আগুন মাখনো পরশ,
শেষ বেলার বসন্তে জাগুক হৃদয়ে হরষ।
কান্না হাসির দোলাচলে তার বাঁশির সুর—-
পারি না এড়াতে, বসন্তের রূপ-মিলন মধুর।
আজ মুখরিত হয়েছে সুবাস আকাশে বাতাসে
শিহরিত প্রাণ-মন উঠেছে দুলে অশ্রু সরসে।
দুঃখের রাশি লুকিয়ে রেখে এসেছি হাসির রঙ মেখে,
আকাশে দীপ্ত উজ্জ্বল তারাগুলি যায় নি তো ধূলায় ঢেকে!