Site icon আলাপী মন

কবিতা- বৃষ্টি যখন

বৃষ্টি যখন
-সীমা চক্রবর্তী

 

 

বৃষ্টি যখন ভিজিয়ে দিলো আমায়
আমি তখন সেই চেনা রাস্তায়
বহু দূর হেঁটে গিয়েছি আনমনে
শব্দের ভাঙা-গড়ার খেলায় আত্মমগ্ন মন,
এক আলৌকিক উদ্ভবে
আসর জমিয়েছে সবে….
বুঝিনি এভাবে আসবে বৃষ্টি আমার শহর জুড়ে,
আলবেলা মেঘ হঠাৎই যেন খুঁজে পাওয়া উৎসবে
এলো দ্রিমিদ্রিমি উল্লাস ভরা সাঁওতালি সুরে।

গোধূলির শেষে সন্ধ্যা নেমেছে পায়ে পায়ে
মুঠো মুঠো অন্ধকার দলা দলা হয়ে ভাসছে
মাস্তুল ভাঙা জাহাজের মতো বৃষ্টির খেয়ালিপনায়…
গুমোট আবহের উষ্ণ মুহুর্তরা অচিরেই খেই হারায়,
জনশূন্য রাস্তায় ভিজে চড়ুইর মতো আমি, আর
আমাকে জড়িয়ে বৃষ্টি…. এক আদিম মাদকতায়
দুজনেই ঠিক একই ভাবে শিহরিত উৎকন্ঠায়
জল মেপে চলেছি…..

Exit mobile version