কবিতা

কবিতা- সাকিন

সাকিন
-সুমিতা দাশগুপ্ত

 

 

মুখটা যেন চেনা, চেনা
সাকিন কোথায় কোন সুদূর?

এই তো কাছে, বুকের মাঝে
মর্মতলের হৃদয়পুর।
রাস্তা গেছে মন বরাবর
হৃৎসায়রের কূলে,
প্রাণচঞ্চল তরঙ্গদল‌ নাচছে, দুলে দুলে।
যেথা ইচ্ছে কুঁড়ির ফুল ফুটেছে,
মন হতে চায় উধাও,
ঠিক সেখানে অপেক্ষমান
মন পবনের নাও।
মুচকি হাসির মাশুল দিয়ে
বসলে তাহার পর,
হু হু করে চলবে ভেসে
বাতাস করে ভর,
এক নিমেষেই পৌঁছে দেবে
ঐ ওপারের দেশে
কল্পলোকের স্বপ্নমাখা
পথটি যেথায় মেশে —
বন্ধমনের আগল খোলো,

বাতাস লাগুক প্রাণে,
পথের হদিশ পৌঁছে যাবে
ভোরের পাখির গানে,

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
তাই পাঠানু ডাক
জরুরী সব কাজের বোঝা
ধুলোয় পড়ে থাক।
পথের হদিশ সরল অতি
তাও যদি না বোঝো
চক্ষু মুদে মনের মাঝে
একটু কেবল খোঁজো,
ভিতর পানে চক্ষু মেলে
ঐ যে দেখো মোর আঙিনা,
ভালোবাসার বৃক্ষতলে

এইতো আমার ঠিক ঠিকানা।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page