কবিতা-“নতুন দিগন্ত”

“নতুন দিগন্ত”
-সুমিতা পয়ড়্যা

 

 

আগামী পৃথিবীকে আমি দিয়ে যেতে চাই
আমার ভালোবাসা, স্নেহ আর শুভেচ্ছা।
আমার সম্পদ এইগুলোই—
এছাড়া আমার আর কিছু দেবার নেই।
স্রষ্টার কাছে আমার প্রার্থনা–
আগামীর পৃথিবীতে কোন বিবাদ নয়,
কোন বিরোধ নয়, কোন খন্ড চিত্র নয়,
কোন মিথ্যা নয়, নয় কোন ধর্মের দলাদলি।
বিরাজ করবে শ্রেষ্ঠ মানব সন্তান,
বিরাজিত হবে পবিত্র শান্তি;
প্রতিস্থাপন হবে সত্য- সুন্দরের,
মানুষ আর প্রকৃতির মেলবন্ধনে হবে বৈচিত্র্যময় আলো।
মানবতাই হবে শ্রেষ্ঠ ধর্ম।
উঁচু-নিচু, সাদা-কাল বৈষম্যের ইতি ঘটবে,
ইতি ঘটবে অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন মনের;
আলোকের ঝর্ণাধারায় চেতনারা রাজ করবে।
সুন্দর পৃথিবী, স্বপ্নের পৃথিবী থাকবে নিজস্ব সত্তা নিয়ে।
থাকবে না দূষণ; অলংকৃত হবে প্রকৃতির উচ্চাসন।
হে স্রষ্টা তোমার সৃষ্ট পৃথিবী আগামীর নতুন স্বপ্নে বিভোর হবে!
এই শুভ কামনায় রেখে যেতে চাই।
আগামীর পৃথিবী ভালো থাকুক, সুস্থ থাকুক
সুন্দরের সাম্রাজ্যে গড়ে তুলুক তার দিগন্ত!
ঐক্ষণেই সূচনা হোক নতুন দিগন্তের।

Loading

Leave A Comment