Site icon আলাপী মন

কবিতা- মেঘের কথা

মেঘের কথা
-রীণা চ্যাটার্জী

মেঘের ওজন মেপেছো কখনো!
কতোটা ভারী না কি ভীষণ হালকা?
ভেসে ভেসে বেড়ায় যখন আকাশের বুকে
ইচ্ছে হয়নি একমুঠো মুঠোবন্দী করে নিতে?
ইচ্ছে হয়নি বুকের কাছে বন্দী মুঠো খুলে
আপন করে নিতে কয়েক ফোঁটা বৃষ্টি?
ভিজতে না হয় নিজের মতো
একদিন আলগা সুরের অলসতা মেখে…

ভেবেছো কখনো মেঘ কেন জমে?
ব্যথায় না কোনো অজানা অভিমানে?
একরাশ ভার বয়ে ভেসে যায়
দূরে নীল আকাশের বুক চিরে-
শত শত না-রাখা কথার ভিড় ঠেলে,
আর অবহেলার অজস্র ফেনা নিয়ে
জানো কি, যায় মেঘ কোন সে অভিসারে!

রূপ আর রূপকের সাজে
ছোট্ট রূপকথা সেজে আছে মেঘলা কোলে,
ছুঁয়ে যায় আধজাগা চোখের ঘোর,
স্বপ্নরা হাতছানি দেয় চুপচাপ,
ভেঙে যায় উষ্ণতার বুদবুদে
বৃষ্টি নামে ধরায়, মিটে যায় খরা?
ভেজা মাটি, সোঁদা গন্ধ…
যে যেমন পারে ছুঁয়ে যায়-
তারপর পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে
আকাঙ্খা-অনাকাঙ্খার জলোচ্ছ্বাস,
পথ হারায় মেঘেদের আনাগোনা।

Loading

Exit mobile version