অবয়ব
-সুবিনয় হালদার
কাদা মেখে সারা দেহ মূর্তি অবয়ব
আবহাওয়া গুমট মেঠো গন্ধের ভাব;
নাকে আসে কান চেপে চোখ বুজে
শুকিয়ে কাঠ!
রঙের প্রলেপের কী মহিমা বাবা—
করে চকমক !
সাধুর বেশে রঙে জলে অসাধু
দিনরাত্রি করছে ভাঁওতাবাজি,
ভদ্র সেজে সভ্য মুখে হেমলক
গুপ্ত ভাবে করছে লুঠ
জনগণ শব বেখবর ;
চিটিংবাজদের নৃত্য রেস ছলচাতুরী,
বর্বরতা তোলাবাজি।
অজ্ঞানতার প্রমোদ তরী
চলছে ভেসে তরতরিয়ে,
জ্ঞানগরিমা ফালকে চড়ে
নোবেল ডিলিট ভুরিভুরি!
কি সময় এলো প্রভু- চারিদিকে দেখি-
কত কী আসে যায় প্রকৃতি বদলায়,
দিনরাত প্রগতির যাদু ছড়ি!