কবিতা

কবিতা- তুমি যেভাবে ভালোবাসো

তুমি যেভাবে ভালোবাসো
–প্রদীপ শর্ম্মা সরকার

 

 

সকালের নরম সুরটাকে মাথার স্মৃতিকোষে জমা রেখে,
দিনভর চুঁইয়ে পড়া সুখী তানতোড়া বিন্যাসে,
মেঘের কোলে দুই নিষাদের গলাগলি হৃদ্যতায়,
মধ্য গগনে দীপকের চকিত গমকে,
টুপটাপ কিছু বৃষ্টির ফোঁটা বুনো ফুলের গাল বেয়ে,
আকাশপথের শৈব উদারতার বিস্তীর্ণ উঠোনে,
ঝর্ণা হয়ে ওঠা উথালপাথাল আবেগজলে,
অনিশ্চিত জয়জয়ন্তী বিষাদ মেখে–

তুমি ঝর্ণা হ’য়ে গায়ে পড়ো,
নদী হয়ে ধাওয়া করো,
বাতাস হ’য়ে জড়িয়ে থাকো,
কান্না হ’য়ে একলা মনকে সঙ্গী করো।

তুমি যেভাবে ভালোবাসো,
যেভাবে কাঁদো হাসো,
যেভাবে পরজ হ’য়ে হাওয়ায় ভাসো,
যেভাবে সবুজ মনে অবুঝ নেশা,
অবিশ্রান্ত ভ্রান্ত সুখের ক্লান্ত পাশা,
অকাল বোধন আড়াল খুঁজে
একলা রোদন,
খুব বেয়ারা প্রায় অশোভন,
সঙ্গম শেষে ফিনকি দিয়ে রক্ত শোধন,
তোমার ভালোবাসার রকমফেরে,
চোরাগোপ্তা আসন ছেড়ে,
মালা চন্দন মায়া বন্ধন
ভালোবাসার ঘন্টা নেড়ে,
অলীক সুখী চিরদুখী
আকাশকুসুম কল্পলোকের সিঁড়ি ভেঙে,
বর্ষাশেষে সাতটি সুরের রঙপালকে দিব্যি হাসো,
আপন ঢঙে আপন রঙে ভালোবাসো,
মিথ্যে নাটক অভিনয়ের সংলাপে যে সত্যি খোঁজো,
সংক্ষেপে জমি মেপে তুমি যেমন ভালোবাসো।

Loading

Leave A Comment

You cannot copy content of this page