পেন্ডুলাম
-সুবিনয় হালদার
পেন্ডুলামে’র চরকি-পাকে
আলো আঁধারে ডুবে পুড়ে
কপাল ঘামে অশ্রুঝরে- ;
জীবন তরী ঘোর বিপাকে ,
এখন কাঁটা বারো’র ঘরে !
প্রগতির গতিপথে দাঁড়িয়ে আছি ;
এমন সময় হঠাৎ দেখি- ,
জনাকয়েক বিজ্ঞ মাঝে
অজ্ঞে ঘিরে চতুর্দিকে-
হই-হট্টগোলে করছে দাবি !
বিজ্ঞজনে নমস্কারে বলেন জনার্দন- ;
আমরা কেবল সেবক প্রভু-
আদেশ করেন ,
এক-এক জনে করুন বর্ণন !
যথারীতি জ্বলল গাড়ি ভাঙল বাড়ি ,
গড়গড়িয়ে নিজনিজ কথা-
হাজার দুঃখ ব্যাথা ,
বাঁধনছেঁড়া বাঁধ ভাঙা সব- ;
হুহুবেগে নোনাজলে অনাহারের হাহাকারের খাতা !
বিজ্ঞ সেবক ভীষন খুশী মনেমনে হাসে ;
অজ্ঞে’রা সব হাঁড়িকাঠে বলি হতে-
নিজেই নিজে আসে !
লক্ষ্মীছাড়া জনার্দন’দের তুষ্ট করতে-
দেব দেব নমোনমো মিথ্যা মন্ত্র লাগে !!
খুব সুন্দর