Site icon আলাপী মন

কবিতা- তুমি এসে দেখে যাও সোমলতা, আমি ভালো আছি

তুমি এসে দেখে যাও সোমলতা,
আমি ভালো আছি
 -সুনির্মল বসু

 

 

সামর্থ্য তলানিতে বলেই আমার ইচ্ছের কুঁড়ি গুলো ফুল হয়ে ফুটে উঠতে পারে না, তখন আমি স্বপ্নে পাহাড় নদী সমুদ্র পার হয়ে যাই, আমি দূরান্তে যাই,
আমি যাই, আমার কবিতা যায়, আমি যাই, আমার ভালোবাসা যায়,
ঝাউবন,জলটুঙগি, পদ্মবন জেগে থাকে ,
ডিঙি নৌকা বিলে ভেসে যায়,
গঙ্গা পদ্মা মেঘনা পেরোনো সহজ হয়,
জ্যোৎস্না রাতে একলা যাত্রী আমি,রাতের আকাশের শান্ত নীরবতা দেখি,
কখনো এম,ডি, পূর্বানী চড়ে গোপালগঞ্জে নামি, ফরিদপুরের কাজুলিয়াতে ধানক্ষেতে হাঁটি, কখনো খুলনার রূপসা নদী পার হয়ে যাই, নৈহাটিতে জলাশয়ের পাশ দিয়ে হাঁটি,গোলপাতার ঘরে দাদু ছাত্র পড়াতেন, আমি কিছুক্ষণ ছাত্র সেজে বসি,
হিজলবন,কদম গাছ,শিরীষ গাছ বাতাসে দোলে,
সময় বয়ে যায়,
ছোট দুঃখ,ছোট ব্যথা মনে পড়ে,
ব্যথাগুলো ফুল হয় সকাল সন্ধ্যায়,
স্বপ্নে সোমলতা তুমি আগের মতো আমার সঙ্গে বৃষ্টিতে হাঁটো, তোমার ভেজা শাড়ির আঁচলে হয়ত আমার ভালোবাসা জড়িয়ে আছে আজো,
কি করে ভুলি, তুমি এখন অন্যের ঘরণী,
জীবনে যাকে পাওয়া গেল না, স্বপ্নে তাঁকে পাওয়ায় তো কোনো বাঁধা নেই,
আমার স্বপ্ন কিনতে পারে,এমন মানুষ কৈ,
নদী আকাশ ফুল গাছপালা অরণ্যপাখি আমার বন্ধু,রাতের জ্যোৎস্না আমার কথামালা,
পরিশ্রমী মানুষের বেঁচে থাকার ছবি,
আমাকে বাঁচায়,কে কবে ব্যথা দিয়েছিল,সেসব আর ভাবি না,
সোমলতা, আমি ভালো আছি,
সোমলতা, তোমাকে না পাবার জন্য আজ আর আমার কোনো দুঃখ নেই, তুমি ভালো থেকো,
সোমলতা,
জানি, তোমার মনে আজ আমার জন্য কোনো জায়গা নেই, তুমি ভালো থাকো।

Exit mobile version