Site icon আলাপী মন

কবিতা- বৃষ্টি তুই

বৃষ্টি তুই
-সীমা চক্রবর্তী

 

 

বৃষ্টি, আজ লিখবো তোকে নিয়ে
সাথে থাকবে টুকরো কিছু মেঘ,
মনকেমনের দুপুরগুলো ভুলে
তোর সাথেই গল্প আর আবেগ।

 

বৃষ্টি, তুই বল’না তোর কথা
কেমন করে জন্ম হয় তোর,
কখন তুই আছড়ে পরিস কেঁদে
কখন তোর নরম হাসির ভোর।

 

বৃষ্টি, তুই থাকিস কত দূরে
কোন মেঘেতে করিস তুই বাস,
ডাকি যখন আসিস নাতো তুই
বল’না তুই কখন ছুটি পাস।

 

বৃষ্টি, তুই আকাশ কালো করে
চাঁদকে ঢাকিস জুটিয়ে মেঘ যত,
জানিস তোকে বলছি সত্যি করে
চাঁদকে আমি ভালোবাসি কত।

 

বৃষ্টি, তুই আসবি কখন বলিস
তোর জন্য থাকবো আমি বসে,
আমার শহর ভিজিয়ে দিতে তুই
প্রবল জোরে পরিস কিন্তু খসে।

 

বৃষ্টি, তুই শুনবি আমার কথা
যদিও তেমন নেই কিছু বলার,
আছে অনেক স্বপ্ন ভাঙা ভাঙা
পিছিল একটা পথ আছে চলার।

 

বৃষ্টি, তুই একটাই আমার সই
দেবো তোকে মিষ্টি একটা নাম,
চিঠি তে সেই নতুন নামে ডেকে
তোর ঠিকানায় পাঠাবো নীল খাম।

Exit mobile version