কবিতা- অন্ধকার ক্লান্তি

অন্ধকার ক্লান্তি
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

নীতি নেই,আদর্শ নেই,শিক্ষা নেই,কাজ নেই,আলো নেই।
আদর্শহীন জীবনে প্রাণও নেই।
আছে শুধু বেচাকেনা।
এখানে মানবতাও বেচা যায় অল্প দামে।
এখানে নীতি,আদর্শ,শিক্ষা,সম্মান বেচে দিয়ে দুর্নীতির জপমালা কেনা যায়।

এখানে হারিয়ে যাওয়ার গল্প আছে।
কিন্তু ফিরে আসার কোনো গল্প নেই।

এখানে অসততার চোরাবালিতে ডুবে যাওয়ার গল্প আছে।
কিন্তু চোরাবালি থেকে নিজেকে টেনে তোলার কোনো গল্প নেই।

জীবনের বিষাদ কারাগারে বন্দী জীবন মৃত্যুমুখী।
মিথ্যের পাহাড়ে রোদ নিভে যায়,
অন্ধকার ক্লান্তি নামে।।

Loading

2 thoughts on “কবিতা- অন্ধকার ক্লান্তি

  1. ভারি সুন্দর লেখা। খুব ভালো লাগলো।

Leave A Comment