ডায়েরি
-সুবিনয় হালদার
খোলা ডায়েরি পড়ে আছে চোখের সম্মুখে
তাতে কিছু লেখা কিছুবা ফাঁকা – ;
হিজিবিজিও আছে অনেকটা পাতা জুড়ে,
বাঁকা চাঁদ পূর্ণিমাতে আলো দিয়ে কলঙ্ক মাখে !
জীবনের সুখ দুঃখ রঙিন স্বপ্ন সে ভালো জানে –
নিজেও দেখেছে নিজেকেই নতুন হতে পুরাতনে,
যত্ন অবহেলা সময়ের সাথে পরিবর্তন আনে –
চিন্তাভাবনা আর মনে !
কাটাকুটি এলোমেলো কখনোবা গুছানো জীবনস্তর
অনুভবের চাদরে মুড়ে ,
প্রথমার প্রেমের স্পর্শ কোমল শিহরিত করে !
লিখে দেওয়া পাতা হৃদয়ের আনন্দ-ব্যাথা ;
আজো পড়ে মনে সেদিনের সেইসব কথা –
কোন এক রাতে,
জ্বানলার ফাঁক দিয়ে চেয়ে দেখি ওই দূর আকাশে ;
জ্যোৎস্নার আলো মেখে বর্ষায় ভিজে
ঘটে চলা চন্দ্রগ্রহণ নিজেরই হাতে-,
দিয়েছিলাম ভরে লিপিতে সাজিয়ে তোমারই বুকে !
সময়ের যাঁতাকলে সব হারিয়ে পুরাতনের ভিড়ে ;
জীর্ণ শীর্ণ বার্ধক্যের ধূলা-স্তরে লেপে-,
অযত্নে এক কোণে –
শুরু থেকে শেষ অস্তাচলে!!