অপহৃত অধ্যায়
-রীণা চ্যাটার্জী
জীবনের পরিচিত ছন্দগুলো,
কোথায় যেন হারিয়ে যাচ্ছে!
আলসেমির কার্ণিস বেয়ে…
টুপ টুপ করে শরতের শিশিরের মতো,
ছড়িয়ে যাচ্ছে কংক্রিট, ঘাস, মাটি
ইতস্তত ছুঁয়ে- ধরা দিয়েও অধরা গোলার্ধে।
আমি নয়, আমার মাঝে আর এক সত্ত্বা,
অনর্থক উপাচারে হয়তো জমা ছিল,
কর্পূরের মতো উবে যাচ্ছে তা’ও-
মৃদু সুবাসে রেখে যাচ্ছে ছন্দিত আভাস।
অলক্ষ্যে ভেসে যায় দূরে আরো দূরে
পঞ্চ ভূ-তে মিশে যাচ্ছে আকণ্ঠ তৃষ্ণা নিয়ে।
আবছায়া এক অবয়ব নীরব প্রতীক্ষায়
প্রহর শেষের আলোয় নিভু নিভু জ্যোতি
শক্তি সঞ্চয় করে, জ্বলে ওঠে দপ্ করে
শেষ নিঃশ্বাসের জন্য জন্মের শোধ দিতে
শুভ্র ধূম আশ্রয় করে, পড়ে থাকে
শূণ্য কার্ণিসে ডানা মেলে অপহৃত অধ্যায়।