কবিতা- পনেরই আগস্ট

পনেরই আগস্ট
-সুমিত মোদক

 

 

পনেরই আগস্ট কেবল মাত্র একটি তারিখ নয় ;
পনেরই আগস্ট একটি জাতির নতুন করে বাঁচার ,
শপথ গ্রহণের দিন ;
বাঁচার লড়াইয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখার দিন ;

রক্তাক্ত যুবকটিও জানে কি ভাবে ঘুরে দাঁড়াতে হয় ;
কি ভাবে প্রেম নিবেদন করতে হয় মাটির কাছাকাছি গিয়ে ;
ঝোপ-জঙ্গল থেকে উঠে আসা মেয়েটাও জানে কি ভাবে গর্জে উঠতে হয় সময়ের কাছে ,
ভেঙে পড়া সমাজের কাছে ;

ভোরের আলো ফুটতে না ফুটতে যে দেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে –
ঔঁ জবা কুসুম শংকাশন … … মন্ত্র ,
যে দেশের মাটিতে ফলে সোনালী ধান , সোনালী গম ,
যে দেশের ভর দুপুরে রাগ ইমন , সন্ধ্যায় মধুবন্তী ,
সে দেশেটি যে আমার , আমাদের …

নেতাজী সুভাষ চন্দ্র বসু আজও জীবিত ;
জীবিত ক্ষুদিরাম বসু , মাষ্টারদা সূর্য সেনদের স্বপ্ন ;
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের মন্ত্র – বন্দে মাতরম …

ফুটপাতের শিশুরাও জানে পনেরই আগস্টের মানে ;
শিখে গেছে কি ভাবে টিকে থাকতে হয় রাতের শহরে ,
দিনের রোদ্দুরে রোদ্দুরে …

গ্রামের আলপথ ধরে হেঁটে যাওয়া কৃষক
আপন খেয়ালে গেয়ে ওঠে কোনও এক পল্লীগীতি ;
দিগন্ত রেখা ছুঁয়ে ভেসে আসা মেঘ আশার স্বরলিপি দিয়ে যায় ;

আসে পনেরই আগস্ট ;
বুকের ভিতর নতুন করে অধিকারের শপথ নিয়ে আসে ।

Loading

Leave A Comment