কবিতা

কবিতা- শাশ্বত বাণী

শাশ্বত বাণী
-সুমিতা দাশগুপ্ত

 

 

জোর করে কেউ পায় না কিছুই,
মিছেই ছড়ি ঘোরাচ্ছো,
যতোই তুমি খাটাচ্ছো জোর,
ততোই কেবল হারাচ্ছো।

‘মেলাই আছে অস্ত্রবল
সুশিক্ষিত সৈন্যদল,
আমায় দেখে হ‌ও প্রণত
ন‌ইলে বিপদ রীতিমতো’
এসব ব’লে যতোই তুমি
গলার জোরে চেঁচাচ্ছো,
ভিতর ভিতর ততোই তুমি
দখল তোমার খোয়াচ্ছো–
যতোই তুমি খাটাচ্ছো জোর,
ততোই কেবল হারাচ্ছো।
জোর করে কেউ পায় না কিছু
ইতিহাসেই বলে
অজাতশত্রু হারিয়ে গেছেন
কালের মন্ত্রবলে,
তথাগত আছেন আজ‌ও
জুড়ে সবার চিত্ত ,
করুণাময় চক্ষুদুটি
প্রেমের মায়ায় সিক্ত।
মুক্ত কৃপাণ, সঙিন,কামান
কেউ পারে নি কাড়তে জবান,
তুমি আবার কোন মহারাজ,সেদিক পানেই
ঝুঁকছো!
দু- হাত দিয়ে মিছেই জেনো
উতল হাওয়া রুখছো।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page