Site icon আলাপী মন

কবিতা- চাই না তুমি কষ্ট পাও

চাই না তুমি কষ্ট পাও
-রাণা চ্যাটার্জী

 

 

আমি তো কষ্ট দিতে চাই না তোমায়….,
দেবো না কখনো এটা অন্তরে গেঁথে নিয়েও,
মজার ছলে কিছু একটা বলতে যাওয়ার পরিণাম যেভাবে রক্তাক্ত করলো তোমার হৃদয় অলিন্দ,
যা বলেছি না হয় ফিরিয়ে নিলাম অবলীলায়।

জানি তো ধনুক থেকে ছোঁড়া তীর ফিরিয়ে নেওয়া যায় না,
তবুও এ তীর যখন অজান্তেই গেঁথে বিহ্বল করেছে,
কল্পনায় দেখতে পাচ্ছি রক্তে ভেসে যাওয়া মেঝে,
অব্যক্ত যন্ত্রনা কাতর তোমার করুণ মুখ মন্ডল,
আমার কলিজাও কেমন যেন স্তব্ধ হয়ে যাচ্ছে…..,

ক্রমশ অনুশোচনায় ক্ষয়ে যাওয়া আমি নিজেকেই
দু গালে সপাটে চড় মেরে শিক্ষা দিচ্ছি ,”যা হয়েছে খুব খুব ভুল হয়েছে,এভাবে যা খুশি বলার আগে
ভেবে নেওয়া খুব দরকার শব্দের মিথস্ক্রিয়া।

সামান্য হলেও শব্দের গভীরতা যেভাবে ফালাফালা করলো,
নির্দ্বিধায় ফিরিয়ে নিলাম শব্দব্রম্ভ সম বিষাক্ত তীর,নিজের বুকে গাঁথতেও কোনো দ্বিধা নেই,
এভাবেই যেন তোমার যা কিছু কষ্ট, ঝরে পরা চুঁইয়ে পরা ক্ষত নিজের বলে সয়ে নিতে পারি এটাই হোক না আমাদের বোঝাপড়ার শক্ত ঘাঁটি।

Exit mobile version