কবিতা- রাধেশ্যাম

রাধেশ্যাম
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

ব্যস্ত তুমি অন্য অনেক কাজে,
অন্য কোথাও চলছে আলাপন,
আমি এখানে একলা বিরহী যে
খুঁজতে থাকি তোমায় সারাক্ষণ।

এক পলকে একটু দেখা’র আশ
রোজ আকাঙ্ক্ষা জাগে এই মনে
চারটি চোখের এই মিলন – পরশ
বাঁচিয়ে রাখতে চাই এ জীবনে।

অভিমান আর অনুযোগ ভরা মন
কূল-শ্যাম নিয়ে বড়‌ই দোলাচলে,
ভালোবেসে কেউ ব্যতিরেকে উচাটন
থেকেছে কি কভু! ইতিহাস তাই বলে।

তবুও রাধা’রা প্রেমের জোয়ারে ভাসে
নীল যমুনা’র অমোঘ আকর্ষণে,
ছুটে ধেয়ে যায় সব কাজ ফেলে এসে
কলঙ্ক-কথা, দূরে ঠেলে পিছুটানে।

রাধেশ্যাম শুধু আপন লীলাতে মেশে
গোপীনি সাথে একে একে নিজ ক্ষণে।
অভিমানী রাধা তবুও দিনের শেষে,
কানু প্রেমই সার মেনে চলে এ জীবনে।

চিরদিন রাধা কাঁদবে এমন করে?
শুধু নাম জুড়ে থাকবে রাধেশ্যাম!
কানাইকে কবে বেঁধে রেখে হৃদি -ডোরে
ভালোবাসা পাবে পরিচয়-পরিণাম।

Loading

Leave A Comment