কবিতা- যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চাও

যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চাও
-সুনির্মল বসু

 

 

কখনো কখনো অন্যের উপর রাগ অভিমান করা মিথ্যে মনে হয়,
পৃথিবীতে কে কবে কার রাগ অভিমানের মূল্য দেয়!
সংসার ক্ষেত্রে ভালোবাসা যখন নির্বাসনে যায়,
তখন রাগ অভিমানের কোনো মূল্য থাকে না,
পায়ের তলায় মাটি না থাকলে, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে,
তার চেয়ে খোলা নীল আকাশের নিচে দাঁড়াও,
আদিগন্ত বিস্তৃত খোলা সবুজ মাঠে এসে দাঁড়াও,
পদ্ম দীঘির পাড়ে খোলা ঝিলের উপর সাদা বকের ওড়াউড়ি দ্যাখো,
সাদা জ্যোৎস্নায় জামরুল গাছের তলা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি নিশ্চয়ই ভালোবাসার পৃথিবী খুঁজে পাবে,
দোলনচাঁপার বন পেরিয়ে তরমুজ ক্ষেতের সীমানা ছাড়িয়ে কদম ফুলের বনে হাঁটতে হাঁটতে তুমি ঠিক একদিন ভালোবাসার আশ্চর্য ভুবন ফিরে পাবে,
অরণ্য পাখির গানে মুখরিত আকাশ একদিন তোমাকে নিরবচ্ছিন্ন ভালোবাসার প্রদেশে নিয়ে যাবে,
শুধু একটু ধৈর্য থাকা চাই, শুধু একটু ভালোবাসা উজাড় করা চাই,
স্বার্থপর পৃথিবী যা তোমাকে কখনো ফিরিয়ে দিতে পারেনি,
প্রকৃতি তোমাকে দু’হাত ভরে সবকিছু ফিরিয়ে দেবে,
তুমি শুধু একটু অপেক্ষা করে থাকো।

Loading

Leave A Comment