Site icon আলাপী মন

কবিতা- ভুলছি ভেবে ভুল ভেবো না

ভুলছি ভেবে ভুল ভেবো না
-অসীম দাস

 

 

আসবো যাবো, দৃশ্য হবো, বৃষ্টিপথে স্মৃতি
কে পোড়াবে স্রোতের শরীর মোহনা সম্প্রীতি!

সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকবো ভোর
কোন রজনীর কালনাগিনী কাটবে এ শ্বাসজোর!

ভুলছি ভেবে ভুল ভেবো না, সব আছে মাস্তুলে
বাতাস পালের আলিঙ্গনে ফিরবো উপকূলে।

নাই বা পেলাম অভিলাষী, যাক অধরা ভেসে
যা পেয়েছি হারাই যদি, খুঁজবো নতুন বেশে।

কিশোর চোখে কুড়িয়েছিলাম শিউলিতলার চাঁদ
সেই অপরূপ দৃষ্টিকে চাই শুরুর পরমাদ।

Exit mobile version