Site icon আলাপী মন

কবিতা- অপেক্ষার শেষে

অপেক্ষার শেষে
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

অন্তহীন অপেক্ষার শেষে
নিঃসীম অন্ধকার।
বিষন্ন মনে মরা স্বপ্নেরা
জমাট পাথর।

মন তাও রোদ ছুঁতে চায়,
চায় জ্যোৎস্নার মায়া।
সবটুকু অন্ধকার মুছিয়ে,
সরাতে চায় ক্ষয়াটে ছায়া।

জন্ম থেকে জন্মান্তরে,
মাটি,জল,আলোর পরশ লেগেছে প্রাণে।
অনন্ত প্রেমের ধারা,
উঠেছে জেগে,আবেশে ছুটেছে হৃদয় গহনে।

রাতচরা পাখী উড়ে যায়,
আকাশের চাঁদ ছুঁয়ে।
জোছনায় মাখামাখি নরম মায়া,
দহন ক্লান্ত হৃদয় দেয় জুড়িয়ে।।

Exit mobile version