Site icon আলাপী মন

কবিতা- ক্রোমোজমের খেলা

ক্রোমোজমের খেলা
– পর্ণা বিশ্বাস

সবার চোখে নগণ্য আমি
নইগো তবু নগণ্যা,
নয়ন মেলে দেখো সবাই
আমি এক সদ্যোজাত কন্যা।

ন’মাস ধরে যে মা আমায়
গর্ভে যত্নে দিলো ঠাঁই,
সেই মা’কেই দিচ্ছো কষ্ট
করছো নিদায় শুধু দুরছাই।

দোষের ভাগী করছো মা’কে
বলতে পারো দোষ কি তার?
কন্যা জন্মে দেবতাও নয়
তুমিই আছো সম ভাগীদার।

মাতৃরূপে জগদ্ধাত্রী
গড়ল যাকে পুরুষসিদ্ধ,
সেই গর্ভেই আঘাত হানো
করতে নিজের স্বার্থসিদ্ধ?

কন্যা মেরে বাঁচবে পুরুষ
সমাজ কি হবে সমকামী?
বংশপ্রদীপ জ্বালার সময়
বুঝবে কন্যা কত দামী।

প্রকৃতিরই নিয়মবলে
মাতৃগর্ভে পুরুষ সৃষ্টি,
সৃষ্টিকর্তার নিধন করে
করতে কি চাও অনাসৃষ্টি?

লিঙ্গ ভেদে সন্তান সব
মা’য়ের লিঙ্গ বিভেদ নাই,
মা’য়ের দুধে সমান সবাই
পুত্র কন্যা প্রভেদ নাই।

মানবতা যদি থাকে
যুক্তি সাজাও মনের পরে,
বিজ্ঞানকে সাথী করে
বিচার নাহয় রেখো সেরে।

ক্রোমোজমের খেলা সবই
নয়কো খেলা অন্যকারো,
কিছু দায় বর্তায় যদি
পুরুষ তুমি মানতে পারো?

Exit mobile version