Site icon আলাপী মন

কবিতা- বাসি হই কই!

বাসি হই কই!
অসীম দাস

প্রিয় প্রিয় প্রশ্রয়ে আজও লিখি জুঁই
যদিও পিছনে ছায়া রাত ছুঁই ছুঁই।

রাত ফোটে, রাত ঝরে, বাসি হই কই!
সৃজনের স্বাদু শ্বাসে ভাসি থই থই।

দৈনিক দেহে দেখি উঠতি সকাল
ভাটার বিষাদ ভাঙে পূর্ণ কোটাল।

আসি যাই স্মৃতিধর, জন্ম চাই আরো
যদিও বৃত্তে বাড়ে বাঁশফুল ঝাড়ও।

মরে গিয়ে বেঁচে উঠি বীজে বীজে বাঁধা
যমুনার সুধা স্রোতে জীবন শ্রীরাধা।

Exit mobile version