মনের মৃত্যু
–পায়েল সাহু
নিস্তব্ধতার আড়ালে জমছে এক আকাশ অভিমান,
না বলা কথাদের সারি অভিযোগ বুনতে বুনতে আজ বাকরুদ্ধ।
আশাহত হতে হতে ভালবাসারা আজ মৃত্যুমুখী।
একটা মৃত্যু ঘটতে যাচ্ছে নির্বিকারে,
বিনা রক্তক্ষরণে।
ঠোঁটের কোণায় লেগে থাকা মিষ্টি হাসির নাম মন দিয়েছে “কৌতুক”।
মনের আয়নায় আজ আর দাগ পড়ে না প্রেমিকের আদুরে আঁচড়ের,
শরীরি সম্ভোগে সম্পর্ক বজায় রাখা আজ খেলাচ্ছলে।
প্রতিবারের সঙ্গমে বদলা নেওয়া মৃত্যু পূর্ববর্তী প্রতিটি মুহূর্তের।
চূড়ান্তভাবে ঠকে যাওয়ার বদলায় রক্ত ঝরে আদরের স্পর্শে,
তবু ভাবলেশহীন মন তার অপঘাতে মৃত্যুর ঘৃণায় হাহাকার করে ওঠে প্রেমিকের অবুঝ আত্মার অস্তিত্বে।
বুকের বোঝা নামাতে চাওয়ার তীব্র চাহিদায় মৃত্যু এসে দ্রুত কড়া নাড়ে ঘুণ ধরা ক্ষয়াটে মনের দরজায়।