কবিতা- একটু বিদ্যে দাও

একটু বিদ্যে দাও
– সঞ্জিত মণ্ডল

সরস্বতী বিদ্যাবতী ধরি তোমার পায় –
একটু বিদ্যে দিও মা গো রোজের পড়াশোনায়।
বিশ্ব সাক্ষরতা দিবস সই জানা পন্ডিত,
টিপ ছাপেও নেতা চলে কম্পিত দশদিক।
মা গো আমার পড়াশোনায় মন নেই একটুও,
খেলাধুলো ভালো লাগে করি যে পেট পুজো।
আবার ভাবি পড়লে কি আর চাকরি ভালো পাবো,
দুন্দুভিদের কেনাবেচায় বেকার থেকেই যাবো।
তার থেকে মা ব্যবসা করে অনেকটা কামাবো,
কূটবুদ্ধির ব্যবসা নয় মা সদবুদ্ধিই দিও।
তোলাবাজদের দূরে রেখো সবসময় ওজর,
কু-দৃষ্টি দেয় সব কিছুতে ওদের বিষের নজর।
বলবো কি মা দুঃখ কথা জানাই বা আর কারে,
রোজগার যা করি মা গো লোটে তা সরকারে।
হাজার রকম ট্যাক্সের উপর জিএসটির ও বোঝা,
খেতে শুতে পাশ ফিরতে এও বিষম সাজা।
প্রতিবেশী সৎ দিও মা হিংসুটে না হয়,
এসব আমি চাইছি গো মা বুদ্ধি করে নয়।
মূর্খ যদি চোর হয় মা গো তত বিপদ নেই,
শিক্ষিত লোক চুরি করলে ধরার উপায় নেই।
চোরের সাক্ষী গাঁটকাটা হয় উকিল মামলা লড়ে
ফোঁড়ে মিডিলম্যানের দলে দেশ শাসনও করে।
আজকে মা গো সাক্ষরতা ভয় লাগছে শুনে,
বিদ্যে বুদ্ধি বিকোয় মা গো ঘুষের টাকা গুনে।
আর ভাবি না মা গো তুমি যা করার হয় করো,
গাধা জ্ঞানী গুণী চাইনা মানুষ করেই গড়ো।।

Loading

One thought on “কবিতা- একটু বিদ্যে দাও

  1. আলাপী মন আর তার কর্ণধার সবাইকে ই ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আলাপী মনের অসংখ্য সদস্য বন্ধুদের।

Leave A Comment