প্রতারিত রঙ
-অমল দাস
প্রতিবিম্বের প্রতিটি রঙ আয়না দ্বারা প্রতারিত
অন্ধকারে মুখ খুঁজি নৈশকালীন আলেয়ায়,
-মনে অজ্ঞাত এক ভয়!
আজন্মকাল ভয়ের সিঁড়ি ভাঙতে ভাঙতে
ক্ষয়ে যায় ভগ্ন হাঁটুর ক্যালোরির কৌলীন্য
অথর্বতার অস্থিরতা স্তূপাকারে সাজিয়ে রাখি কেদারায়।
শ্যাওলা আবহে যারা আমায় ঘিরে ধরে আগাছার মতো..
তাদের রসদ দিই নির্যাসের নীল রক্ত দিয়ে।
এদিকে পানসে দাঁতের পানসি ডুবে-
নোনা রক্ত জিহ্বা চাটে।
অবজ্ঞার ফেনিল-দানা ঠোঁটের থেকে ধুলোয় গড়ায়
ধুলোয় ঘেরা দৃশ্য দিশায় নেই কোথাও কেউ
নেই –সেই তুমিও না…
কেবল পায়ের কাছে নিঃশব্দে নিরিবিলি জীবন লিখে
জীবন কাটি শীর্ণ জীর্ণ আঙুল দিয়ে।
নেই কোথাও আলোর কণা
কণায় কণায় অশ্রু দানা।
আকাশের নীল আঁধার দ্বারে নত হলে নগ্ন সাঁঝে
শঙ্খ ধ্বনির অবোধ্য সুর অনতিদূর সংজ্ঞা হারায়।
সূচ শীতল দখিন হাওয়া স্পর্শ করে-
হন্তাকারী নারীর মতো!
ঘাতক স্বরের ফিসফিসানি বলছে যেন হাওয়ায় হাওয়ায়
-রক্ত আরও রক্ত ঢালো,
অথবা.. প্রতারিত সূর্যের রঙ অন্তর্হিত হলে,
‘তুমি’ পৃথিবীর বলিরেখা’পরে হেঁটে যেও!
একা…