সম্পাদকীয়

ফাঁকে পাঁকে

ফাঁকে পাঁকে
-রীণা চ্যাটার্জী

যা দেখছি, যা শুনছি, বলা ভালো দেখতে বা শুনতে বাধ্য হচ্ছি- এটাই গণতন্ত্র তো?
গত মাসে গুটি কয়েক সুশিক্ষিত নাগরিক ৭৬ তম না কি ৭৫ তম স্বাধীনতা দিবস এই নিয়ে বিতর্ক ও বাদানুবাদে বেশ খানিকটা সময় উপভোগ করলেন। কিন্তু তাঁরা যদি একটু বলতেন! কিসের স্বাধীনতা? কোথায় স্বাধীনতা? আলো দেখতে পেতাম নতুন করে। বিরোধী পক্ষ বা প্রশাসনিক পক্ষ যার কথাই ধরি না কেন- আপনারা উভয়েই ঠিক বলছেন তো? এ যেন স্ব-গর্বিত সুপ্রাচীন গণতন্ত্র বা স্বাধীনতার অন্তরালে এক ভয়ঙ্কর আতঙ্ক। কেউ বলছেন, ওরা একটা মারলে আমরা দশটা মারব। আবার কারোর বক্তব্য ‘গুলি’ই নাকি সঠিক দাওয়াই। দশটা মারুন আর গুলি করে মারুন কাকে মারবেন? যদি প্রকৃত অর্থে পিতৃত্ব বা মাতৃত্ব জীবনচক্রে উপভোগ করে থাকেন সেই স্নেহের পরাকাষ্ঠার দোহাই দিয়ে বলি, শুরু হোক নিজের ঘর থেকে… আর নিদেনপক্ষে মনুষ্যত্ব বলেও কিছু থাকে একটু ভাবুন- কতোটা অধিকার কাছে আপনাদের কাউকে মেরে ফেলার। গাছের প্রাণ আছে, ওরাও ব্যথা পায় ভারত শ্রেষ্ঠ বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু আবিস্কার করেছিলেন, সেই নিয়ে আমরা ভারতবাসীরা গর্ব করতে পারি, কিন্তু মানুষের প্রাণ? ওটা মনে হয় আলাদা করে ভাবার দরকার নেই, গোটা কয়েক দুর্মূল্য জীবন ছাড়া বাকি সব কুরুক্ষেত্রের পাশার ছকেই থাক। দরকার মতো টেনে নিলেই হবে।
আসল কথা ক্ষমতা বড় বালাই- যার আছে তার, যার নেই তারও। একপক্ষের ক্ষমতা প্রদর্শনের পালা, আর একপক্ষের বৃথা আষ্ফালনের। আবার যুক্তি তক্কো তো আছেই, ওরা এর থেকে বেশী করেছে, ওদের আমলে এর থেকে বেশী হয়েছে, এ রাজ্যের থেকে ও রাজ্যের অবস্থা আরও খারাপ- খবরটা ভালো করে দেখো বা ইতিহাস বলছে এই ঘটনা আগেও হয়েছে ইত্যাদি, প্রভৃতি। আরে বাবা, যদি সেই চর্বিত চর্বনেই থাকতে হবে, তবে তোমরা পরিবর্তন ঢাক কেন বাজালে? শুভাকাঙ্খী কেন সাজলে? বেশ তো ছিলাম এক পাঁকে, এই ফাঁকে ফাঁকে পাঁক- এখন উদ্ধারের পথ?

পরিবর্তন, উন্নয়ন সব কি বাহ্যিক! মাটি কেটে রাস্তা হলো, সেতুবন্ধন হলো। কিন্তু মানুষের আত্মিক উন্নতি হলো কি? সম্পর্কের সেতুবন্ধন! আসলে গাছটাই তো উপড়ে ফেলা হয়েছে, ফুলের আশা করা বৃথা। কিন্তু শিকড়ে বড়ো টান- মায়ের মনটা বড়ো ভীত আর সন্ত্রস্ত …তবুও ‘চেতনা আসবে’ এই আশাই জেগে থাক টিমটিমে মৃৎপ্রদীপের স্নিগ্ধ আলোর স্তিমিত ভাবনায়।

অন্তরে যাই থাক, তিলোত্তমা কিন্তু সেজে উঠেছে বহিরঙ্গে, বাঙলা-বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শরৎ-পার্বনে। শরত শিশিরের সিক্ত শুভেচ্ছা ও শুভকামনা আলাপী মন-এর পক্ষ থেকে।

Loading

4 Comments

Leave A Comment

You cannot copy content of this page