কবিতা- অঞ্জলি

অঞ্জলি
–সুমিত মোদক

আকাশের বুকে রামধনু জেগে উঠলে,
জেগে ওঠে শৈশবের দিনগুলো,
অনন্ত আবেগ;

খুঁজে নিতে চাই রূপকথার সেই রাজকন্যাকে;
যে কিনা ঘুমিয়ে থাকে বুকের মধ্যে;
পাশের পাড়ার মেয়েটি এক সময়
রাজকন্যা হয়ে উঠেছিল প্রথম সকালের আলোয়;
তার পর যে কোথায় হারিয়ে গেলো কে জানে!

আজ প্রথম সকালে শিউলি ফুল কুড়িয়ে এনেছি
দু’ হাত ভরে;
এখন আর ফুল কুড়ানোর কিশোরী চোখে পড়ে না;
কেবল শিশিরে ভিজে থাকা সবুজ ঘাসগুলো
অবুঝ হয়ে জেগে থাকে;

মাটির প্রতিমাতে রঙ লাগতে শুরু হলে
এক পশলা বৃষ্টি হয়ে যায়;
জেগে উঠে রামধনু রঙ …
শ্রীরামচন্দ্র কি জানতো তাকে বোধনের জন্য
নবরাত্রির অপেক্ষা করতে হবে!

যেভাবে আমি ও আমরা অপেক্ষায় আছি …

আশপাশ থেকে কত যে দুর্গা হারিয়ে গেলো,
হারিয়ে যায় সে খবর অনেকেই জানে না;
যেমন আমিও জানি না …

জানি না বলেই নিজেরও খোঁজ রাখতে পারি না
এ রাতের কাছে;
সেই যে কবে ভোরের আলো দেখেছি মনে নেই;
মনে নেই সেই মেয়েটির মুখটাও …

কুড়িয়ে আনা শিউলি ফুলগুলো কাকে দেবো!
কে নেবে অঞ্জলি!

অথচ, আমার মাটির উঠানে ভাসে আগমনী সুর।

Loading

Leave A Comment