সঞ্জিত মণ্ডল
-গতানুগতিক নয়
অনিশ্চিত ভবিষ্যত নিরাশাও অবিরাম চলে,
তারই মাঝে স্বপ্নে দেখা রাজকুমারীও আসে
কথা বলে না বলুক এ জীবন সুন্দর হয়,
তীর বেঁধা পাখিরাও শেষ গান ভালোবেসে গায়
সব কিছু ঠিকঠাক হলে এ জীবন সুন্দর চলে।
গতানুগতিক এই জীবনের পেন্ডুলাম দোলে।
এ মানুষ ই দুর্বার, স্বপ্ন বোনে ঘুরে দাঁড়াবার,
বৃষ্টি পড়লে কবিতা লেখে, না পড়লেও লেখা হয়,
শুধু শীত বসন্তে নয়, গ্রীষ্মে ও বর্ষায় প্রেম দেখা দেয়,
প্রেম ভালোবাসা তার থাকুক বা না থাকুক
পোড়খাওয়া মানুষের দিন কেটে যায়।
প্রভাতে প্রভাত রবি সাথে কতো আলাপন হয়,
নির্ভেজাল ভালবাসা মেঘলা দিনের মতো কান্না ঝরায়
শোক দুঃখ ভয় ত্রাস নিরাশ প্রণয়
সব কিছু মিলেমিশে একাকার হয়।
দিন যায় রাত আসে পৃথিবীর আপন খেয়ালে।
আমিও তো চেয়েছি সে নিয়ম, নিয়মের বেড়াজালে
আমিও থাকতে চাই আমারই মতন,
সবকিছু বানচাল হয়-
অদৃশ্য কেউ যেন আমাকে চালায়,
বেলাশেষে জীবনের শেষ খেয়াঘাটে অন্য কেউ আসে
অন্য মাঝি চেনে না আমায়,
স্বপ্ন বুনতে ভালোবেসে, জীবনের শেষ খেয়া শূন্যে যেন ভাসে
এ জীবনে সঙ্গী কেউ নয়, একা একা চলে যেতে হবে
প্রেম ভালোবাসা আর অন্তহীন কাজ সব তুচ্ছ হয়ে যায়।।