একদিন গলিতে ভালোবাসা এসে
-সুনির্মল বসু
আমাদের এই সাধারন গলিতে আলো আসে না,
আমি অতি সাধারণ মেয়ে,
মনে স্বপ্নের ভরা নদী, স্বপ্নে এক সমুদ্র আবেগের ঢেউ ,
স্বপ্নে কতদিন কৃষ্ণচূড়ার বনে, সবুজ অরণ্যে একলা হেঁটে গেছি,
অরণ্য পাখির গান শুনেছি,
এক পড়ন্ত বিকেলে স্বপ্নের পুরুষটি এলো,
আমার আকাশ আলো ভালোবাসায় ভরে গেল,
যার পথ চেয়ে দিন গুনেছি, তার দেখা পেলাম,
চোখ বন্ধ করে অনুভব করলাম, গাছে গাছে ফুল, নদী থেকে রাজপথ, রাজপথ থেকে আকাশ, সেই ভালবাসার ঠিকানা,
সে বলল, অনেক কাঁটার পথ পার হয়ে, শুধু তোমার জন্য, তোমার কাছে এলাম,
মনে হল,
পাহাড়িয়া ঝর্নায় দুজন ভালোবাসায় ভিজে যাচ্ছি,
প্রতিদিন বাস্তবে হয়তো এমন ঘটনা কখনো ঘটে না,
তবু এই অপরিচয়ের গলিপথে থাকা মানুষগুলো
আমার মতো অসম্ভব স্বপ্ন নিয়ে বেঁচে থাকে,
সত্যি বলছি, কোনো কোনো দিন আমাদের এই অন্ধকার গলিতে সূর্যের আলো এসে ভাসিয়ে নিয়ে যায়,
সত্যি বলছি, কোনো কোনো দিন আমাদের এই অন্ধকার গলিতে রাতের জ্যোৎসনা এসে আলোর বন্যা বইয়ে দিয়ে যায়।