Site icon আলাপী মন

কবিতা- গণ-শক্তি

গণ-শক্তি
সুবিনয় হালদার

গণতন্ত্র শুনতে ভালো
বললে সবার গর্বে ভরে বুক,
প্রজাতন্ত্র হচ্ছে ভাজা গরম তেলে;
গোগ্রাসে ঢোকাচ্ছে পেটে গণশত্রু’র মুখ!

বিপ্লব আজ রোগগ্রস্ত ICU তে শুয়ে,
অক্সিজেনের বড়ই অভাব
উদ্ভিদ কূল কমছে ধীরে ধীরে।

শক্তিহীন মানব দেহ বুদ্ধি হয়েছে লোপ
গণ-শক্তি সব পোষ্টার বয়,
অসত্যের মোড়কে অখাদ্যের স্রোত,
মজ্জাশূন্য মূল শিকড়ে-
অতিমারি অতিবৃষ্টি মারছে কেবল কোপ!

মনের ভিতর জমে মণ স্বপ্ন
প্রতি রাতে এঁকে চলে ক্যানভাসে-
রঙ তুলি হাজার ছবি’র স্তুপ,
পঙ্কিল বাস্তব কাঠিন্য হারায়
সময়ের সাথে অসময় বয়ে যায়;
পড়ে থাকে ফসিলের বিকৃত স্বরূপ!

Exit mobile version