Site icon আলাপী মন

কবিতা- বানভাসি

বানভাসি
তমালী বন্দ্যোপাধ্যায়

সেদিন হৃদয় আকাশে ছড়ালো
নতুন সূর্যের মায়ামাখা ভোর।
ঝিরিঝিরি হাওয়া ঢেউ
তুলে গেলো এ হৃদয় বরাবর।

আদরের এক পালতোলা নৌকো
প্রেমের উজান বেয়ে চলে।
ব্যথার নুড়ি কুড়িয়েছি যত,
ছুঁড়ে দিই নদী জলে।

সেই প্রেম অগোচরে
হারালো জীবন থেকে।
জল ছলছল চোখে
আপনমনে খুঁজি তাকে।

আবছা আলোয় সজল চোখে
বিষণ্ণ এক মন।
বৃষ্টিতে আজ ভিজছে সবই,
পাহাড়, নদী, বন।

সারাদিন বৃষ্টি শুধু,
ঝরছে নিরবধি।
মনের মধ্যে বানভাসি এক,
দু’কুল ছাপা নদী।

Exit mobile version