তুমি আসবে বলে
-সুবিনয় হালদার
শুধু তুমি আসবে বলে–
দিন গুনছি রাত্রি জেগে ;
মন সঁপেছি মনের ভিতর ,
দুঃখকষ্ট সব সয়েছি অত্যাচারের চাবুক পিঠে–
হাসি মুখে !
শুধু তুমি আসবে বলে—
বরণ ডালা সাজিয়ে রাখি ধানদূর্বা সাথে ,
পানপাতা আর আখ সাজিয়ে- ;
চন্দন হলুদ কুমকুম হাতে
এক সমুদ্র আশার মন্ত্রে !
শঙ্খ বাজিয়ে !
ফুলের পাপড়ি শুকিয়ে যায় সময়ের স্রোতে-
অন্ধকারে অনিচ্ছার গর্তে !
হাজার প্রাণ খাচ্ছে খাবি
পুড়ছে ঘর জ্বলছে শরীর
মরছি জ্বালায় দগধে-দগধে !
শুধু তুমি আসবে বলে—
প্রদীপখানি জ্বালিয়ে আছি তোমার প্রতীক্ষায় ,
বুকের ভেতর আশার আলো
দুচোখে অশ্রু-বয় !
শুধু তুমি আসবে বলেই–
প্রখর তাপে মেঘলা আকাশ
ঠাণ্ডা বাতাস বৃষ্টি দু-এক ফোঁটা ,
দুঃসময় দুর্যোগের আবহাওয়া !
শুধু তুমি আসবে বলেই–
স্বপ্নলোকে বাঁচার প্রতীক্ষা–!