Site icon আলাপী মন

কবিতা- পাগলা ঝোরা

পাগলা ঝোরা
-শম্পা সাহা

 

 

আমি তো এক পাগলা ঝোরা আথার পাথার ঝরেই যাই,
কক্ষণো বা মাটির বুকে বৃষ্টি হয়ে পড়েই যাই।
ঝড় হয়ে যাই এ দেশ সে দেশ উড়িয়ে নিয়ে স্থায়িত্ব
ঘূর্ণিঝড়ের তীব্র মাতন, সব ভাঙা তার দায়িত্ব।

 

লক্ষ্মী তো নই নই তো ভালো এক্কেবারেই বিচ্ছিরি
বৌ হবো না মেয়ে হবো না, হবো না তো ইস্তিরি
দরকার কি নিজে পুড়ে অপরকেও পুড়িয়ে যাই?
আমি তো এক পাগলা ঝোরা ইচ্ছে মতন ঝরেই যাই।

 

ঘোমটা মাথায় কপালে টিপ শান্ত অতি সুভদ্র
ওসব বড় বেঢপ কথা ভালো হবার সুমন্ত্র
ভালোয় আমার অসুখ করে, খুব ভালো তে অ্যালার্জী
উড়ণচন্ডী উল্টোপাল্টা সব কাজেতেই এনার্জি!

 

আদুর গায়ে শরীর দেখাই, মেয়ে পুরুষে নেই তো ভেদ
সমাজ আমায় খারাপ বলে, তাতেও মোটেই নেই যে খেদ
সবাই যখন সবার মতন ভেড়ার পালে নাম লেখায়
আমি নামক পাগলা ঝোরা আপন সুখে ঝরেই যায়!!

Exit mobile version