Site icon আলাপী মন

কবিতা- এক গাছ টুকটুকে সূর্য সকাল

এক গাছ টুকটুকে সূর্য সকাল

-অসীম দাস

 

 

ম্যারাথন ক্রুর কূট প্রশ্নের তাপে
পুড়ে যাচ্ছে পরিশ্রমী সভ্যতার পিঠ ।
পাতালের শেষ জলতল
আর ফসল ধাত্রী হতে রাজী হচ্ছে না ।

পৃথিবী কি পুনর্বার অশালীন লোভের
লীনতাপ শুষে শুষে আদিম অগ্নিপিন্ড হবে !
হিমাঙ্ক বরফ এসে ঢেকে দেবে
ভনভনে ক্ষমতার ঘিনঘিনে এঁটুলি কঙ্কাল !
আবারও সুজলা হবে মাটি
আবারও সুফলা হবে বীজ !

আগ্রাসী শব্দ ভেসে গেলে
অবশেষ শোকের জেটিতে
সীমাহীন লকলকে লাভ নয় ,
সমীচীন সমবায় বিন্যাসে
সর্বংসহা শেকড় সাধনা পাবে
চিরায়ত বেদানার অবিরল সততায়
এক গাছ টুকটুকে সূর্য সকাল ।

Exit mobile version