কবিতা

কবিতা- বিজয়া

বিজয়া
-সঞ্জিত মণ্ডল

 

 

বিজয় হয়েছে কি এই শুভ বিজয়ায়
দশটি মহা শত্রু নাশ হয় বিজয়ায়।
প্রথম শত্রু অহংকার ভাবো একবার,
তাকে আগে নাশ করো পারো যতবার।
অমানব মন হয় দ্বিতীয় শত্তুর,
মানবিক মন যার দেশের সুপুত্তুর।
তৃতীয়টা অন্যায় আর অন্যায়ে পাপ হয়,
কাম-বাসনা চতুর্থ তাই ত্যাগ করো তায়।
ক্রোধ পঞ্চম জাত শত্তুর সব ধ্বংস করে,
ষষ্ঠে লোভ হয় লোভী অপরাধ করে।
সপ্তমেতে দম্ভ ডেকে আনে বিপর্যয়,
অষ্টমেতে ঈর্ষা দোষ ক্ষতি করে দেয়।
নবমেতে আসে মোহ- মাৎসর্যেই ক্ষয়
দশমে স্বার্থ পরতা দোষে সব নষ্ট হয়।
দশেরাই দশ হরা দশ শত্রু নাশ
কাম ক্রোধ লোভ আদি শত্রুর বিনাশ।
শত্রু জয়ে বিজয়ায় মহোৎসব হয়,
বিজয়া দশমী বলে তার পরিচয়।
এই দিনে শ্রীরামচন্দ্র শত্রু নাশ করে
জয় দুর্গা বলে মানুষ মহোৎসব করে।।
ভক্তি পূর্ণ তত্ত্ব জ্ঞানী রামাবতার হয়
শক্তি আরাধনায় রামের রাবণ বিজয়।।

Loading

2 Comments

  • সঞ্জিত মণ্ডল

    ভীষণ ভালো লাগলো প্রিয় বন্ধু আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় আলাপী মন সাহিত্য পরিবারের সকল সদস্য বন্ধুদের জানাই উষ্ণ অভিনন্দন

Leave A Comment

You cannot copy content of this page