Site icon আলাপী মন

কবিতা- পুরুষ বিদ্বেষী

পুরুষ বিদ্বেষী
– সৌদামিনী শম্পা

আর কত যোনি ছেঁড়া খিদে?
আর কত মাংস আদর?
আর কত লালা মাখা চোখ?
আর কত রক্ত চাদর?

আর কত যোনি খেলে বল,
মিটবে তোদের দেহ খিদে?
“ভালোবাসি” টোপ ফেলে রোজ
কজনাকে ফেলছিস ফাঁদে?

আর কত যোনি ছেঁড়া খিদে?
আর কত মাংস আদর?
রাতের নিশুতি যত নামে,
দৃঢ় তোর দেহের ভাদর!

কুকুরের দোষ দিস তোরা!
ভোগে সব যৌনতা তৃপ্ত!
লিঙ্গ দন্ড উত্থাপনে,
প্রকাশিত পৌরুষ দৃপ্ত!

যৌন দন্ডে বুঝি বীরগাথা?
যৌন দন্ড বুঝি প্রেম তোর?
আমার যোনিতে নয় হৃদয়ে,
গাঁথা আছে ভালোবাসা, প্রেম ডোর!

এক দলা থুতু দিই উগড়ে,
এক রাশ ঘৃণা তোর জন্য!
দৃপ্ত কন্ঠে বলি,”ঘেন্নাই
আছে ,আর বাকি সব শূণ্য”!

আমি বড় পুরুষের বিদ্বেষী
আমি বড় নারীবাদী হিংসুক!
যে পুরুষ যোনি চায় প্রতি ক্ষণে,
তার প্রতি ঘৃণাতেই ইচ্ছুক!

Exit mobile version