কবিতা- আদিম পাইন টানে ঈভের চুম্বন

আদিম পাইন টানে ঈভের চুম্বন

-অসীম দাস

 

 

নিয়মের লকগেট খুলে মাঝে মাঝে মনে এঁকো
অপ্রকাশ্য দৃশ্যের স্বগত সংলাপ ।
গোপন ইচ্ছে- ঠোঁটে ফলে আছে
চনমনে ভার্জিন চেরীর বাগান ।

 

তোমার বিজ্ঞ বোধের মূলে আটকে নীল
অসাবধানী ঈভের চুম্বন ।
আধুনিক মনস্তত্ত্বের সরবত শিপ্ শিপ্ গিলে
তুমি মরু-মর্মজয়ী অতি প্রাজ্ঞ মানবী হয়েছো ।

 

তারপর….
রিমঝিম বৃষ্টি এলে শিরিন শিরায়
জাগতিক গন্ধ মুছে তিলার্ধ ভুলে যাও
নরো নরৌ নরাভ্যাম্ নামতা ব্যাদান ।

ভেতর ও বাহিরের শন্ শন্ শ্যেনদৃষ্টি ছিঁড়ে
নির্জন নিলয়ের ধুকপুক শুনতে
ভালো লাগে বলেই ,
আজও কবিতার জন্ম হয় ।

Loading

Leave A Comment