
কবিতা- ওরাই জ্বালিয়ে রেখেছে আলো
ওরাই জ্বালিয়ে রেখেছে আলো
– ইন্দ্রনীল মজুমদার
ওরা জ্বালিয়ে রেখেছে আলো।
তা তো আর আজকের নয়,
ওরা কয়েক কোটি বছর ধরে আলোকময়।
আর এই কোটি বছর ধরেই
ওদের জন্মলগ্ন থেকেই,
ওরা জাগিয়ে রেখেছে অনন্ত বিস্ময়,
ওরা জ্বালিয়ে চলেছে আলো,
এক দূষণহীন ও অকৃত্রিম আলো।
ওরা দিয়ে চলেছে আলো,
তা জ্ঞানের, তা মুক্তির,
তা সুন্দরের, তা তপস্যার।
ওদের শরীর বাজীর মতোও ফাটছে,
আবার প্রদীপের মতোও জ্বলছে।
ওদের উপস্থিতি গোটা মহাকাশময়।
ওরাই নক্ষত্রের দল, হতে না দিয়ে কালো,
এই অন্ধকারময় মহাবিশ্বে ওরাই জ্বালিয়ে রেখেছে আলো।


One Comment
ইন্দ্রনীল মজুমদার
শুভ কালীপুজো উপলক্ষ্যে কবিতাটি লিখেছিলাম।