দিশাহীন
-সঞ্জিত মণ্ডল
তোমার জন্য কান্না একটা ছিলো
হয়তো ভুলেছ কবেকার সেই কথা,
পথের দিকে রোজ তাকিয়ে থাকি
অশ্রুসিক্ত সেই চোখে আজও ব্যথা।
দোহাই, তোমার বাহানাটা ভালো জানা,
জোড়া না লাগায় মন ভেঙে দুখানা,
একটা ভাঙা তোমার দিকেই আছে
অন্য দিকটা কাউকে দিতে মানা।
পাশ কাটিয়ে বাঁধন ছেঁড়া সোজা
পালিয়ে বাঁচে সবাই সেটা জানি,
বড্ড কঠিন প্রেমের জগতটাই
মানুষ চেনা কতো না হয়রানি।
আজও মেঘ ছুঁলে বৃষ্টি হয়ে যাই
মনের কথা গুছিয়ে বলি না তাই
সেদিন গুলোতে তুমি ই তো মেঘ ছিলে
তোমার স্বপ্নে আজও তাই ভিজে যাই।
আকাশ প্রদীপ জ্বালি আজও
দূরে তারার পানে চাই
নির্মল নীলাকাশ খুঁজি
তোমাকে দেখবো বলে তাই।
দিশাহীন আজও বসে আছি
মন দিলে মন পাওয়া যায়
বেদনার বালুচরে একা
আজও বসে তব প্রতীক্ষায়।
ব্যথার বেদনা ঝরে গানে
শোনা যায় আকাশের চাঁদ আর তারায়
দিশাহীন পথে যেতে ভাবি
কি করে যে ভুলেছ আমায়।।
আলাপী মন মন ছুঁয়ে গেলো, আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় আলাপী মন পরিবারের সকল সদস্য বন্ধুদের জানাই উষ্ণ অভিনন্দন