কবিতা

কবিতা- তবুও

তবুও
-সীমা চক্রবর্তী

 

 

যাবো বললেই, যায়না যাওয়া জানি
তবুও আছি যাবারই পথ চেয়ে,
জমেছে মনে মস্ত একটা মেঘ
যখন তখন বৃষ্টি নামায় ধেয়ে।

 

একটা প্রবল ঝড় আসছে জানি
তবুও আছি বিকারহীন পড়ে,
ভাঙেই যদি দরজা জানলা ছাদ
চারদেওয়ালও যাবেই জানি নড়ে।

 

দাঁড়িয়ে আছি চোরাবালির উপর
আধা শরীর ডুবেই গেছে কবে,
তবুও মুখে মারছি রাজা মন্ত্রী
ভাবছি মনে সুখেই আছি ভবে।

 

সব মেঘেতে বৃষ্টি হয়না জানি
তবুও যখন আকাশ ভরে মেঘে,
অহল্যা মনের চপল ছোঁয়া নিয়ে
ময়ুর হওয়ার স্বপ্ন দেখি জেগে।

 

মন পুড়লে যায় না দেখা জানি
তবুও তাতে শ্মশানের গন্ধ ভাসে,
একটা পা চিতায় আছে উঠে
আজো অন্য পা জীবন ভালোবাসে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>