মর্মব্যথা
-সঞ্জিত মণ্ডল
ছাত্রাবস্থায় লিখতে হতো ভাবের সম্প্রসারণ
আজকের দিনে লিখবো বসে ভাবের সঙ্কোচন।
আজকের দিনে মাগগিগণ্ডায় বিনা পয়সায় কি
বিনা পয়সায় উপদেশ মাগগিগণ্ডার ঘি।
চোখ থাকতে অন্ধ কারা বলতে পারো কি
আইন রক্ষক পুলিশ সেটা জানতে কি বাকী!
জোর যার মুলুক তারেও যায় না দমন করা
দমন করা যায় না জেনো দুর্নীতিবাজ যারা।
অতি কষ্টে লাভ করে কে বলতে পারো কি
ধারের টাকা অতি কষ্টে ফেরত পেয়েছি।
আগে ছিলো এখন আর নেই বলতে পারো কি?
পূর্বে ছিলো যে সততা আজকে নেই দেখি।
সর্বাপেক্ষা স্বাদু খবার বলো কি তা শুনি
ঘুষই হলো স্বাদু খাবার মুখরোচকও জানি।
অসম্ভবকে সম্ভব কে করে বলতে পারো?
হাজার গণ্ডা নিউজ চ্যানেল শোনো যত পারো।
কোন জিনিসের শেষ নেইকো বলতো কি দেখি?
বাংলা সিরিয়ালের ঘটা টিভিতে যা দেখি।
সর্বংসহা এক মাতাকেই জানতো ঋষি মুনি
এখনকারের সর্বংসহা জনগণই শুনি।
সব সময় যা বেড়ে চলে সেটা বয়স জানি
এখন যেটা রোজই বাড়ে দ্রব্যমূল্য দামী।
আগের কালে মিথ্যে বললে শাস্তি ছিলো বাঁধা
এখন শুধুই মিথ্যে বলে অসামাজিক নেতা।
আগের কালে অন্যায় হলে হতো প্রতিবাদ
এখন প্রতিবাদীর শিরে জোটে লাঠির আঘাত।
বলবো কতো দেখে শুনে ভুগি মর্মব্যথায়
ভেটকি পুটকি সবই গেল হবু রাজার দয়ায়।